গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ ৫৯ হাজার ৯৪৭ ভোট পেয়ে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তার নিকমতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (লাঙ্গল প্রতীক) এ্যাড. মমতাজ উদ্দীন পেয়েছেন ১০ হাজার ৩৮০ ভোট।
সোমবার (১৮ মার্চ) ভোট গণনা শেষে রাত ৯ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মেজবাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
সারাবাংলা/আরএফ/