Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটিতে গোলাগুলির কোনো ঘটনা ঘটেনি: জেলা প্রশাসক


৩ এপ্রিল ২০১৯ ১৫:৫৭ | আপডেট: ৩ এপ্রিল ২০১৯ ১৭:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটি: রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় দুইগ্রুপের মধ্যে গোলাগুলির যে খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা সঠিক নয় বলে জানিয়েছেন জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ।

সারাবাংলার পক্ষ থেকে যোগাযোগ করা হলে জেলা প্রশাসক বুধবার (৩ এপ্রিল) দুপুরে বলেন, ‘কোনো এক পক্ষ মিথ্যা তথ্য প্রচার করেছে। আমরা খোঁজ নিয়েছি, ওইরকম কোনো ঘটনা সেখানে ঘটেনি।’

জেলা প্রশাসক বলেন, ‘এ রকম ঘটনার সংবাদ আসার পরপর সেখানে সংশ্লিষ্ট থানার ওসি যান। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরাও যান। সকাল ১০টা থেকে এ পর্যন্ত (বিকেলে পৌনে ৪টা) সীমান্ত এলাকায় তল্লাশি চালানো হয়েছে। এরকম কোনো ঘটনার প্রমাণ আমরা পাইনি।’

বিজ্ঞাপন

জেলা প্রশাসক বলেন, ‘দিজ ইজ ফাইনাল অ্যান্ড দ্যাটস ইনফরমেশন ইজ ফাইনাল। গোলাগুলির কোনো ঘটনা সেখানে ঘটেনি।’

এদিকে রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শফি কামাল বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে গোলাগুলির কথা শুনে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কোনো আলামত খুঁজে পায়নি। তাই আমরা বিষয়টি গুজব বলেই ধারণা করছি।’

এর আগে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে,  রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের ৪নং ওয়ার্ড পোয়াইতু পাড়ায় সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে সাতজন নিহত হয়েছে। তবে কেউই এ বিষয়টি নিশ্চিত করতে পারেনি।

দুপুরে গাইন্দ্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উথান মারমা জানান, ‘আমরাও এরকম খবর শুনেছি। কিন্তু গোলাগুলির কোনো ঘটনা আমরা নিশ্চিত হতে পারিনি।’

সারাবাংলা/একে

গোলাগুলি রাঙ্গামাটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর