তিন দফা দাবি মানার আশ্বাস পেয়ে মহাসড়ক ছাড়লো শিক্ষার্থীরা
৬ এপ্রিল ২০১৯ ১৭:৪১
চট্টগ্রাম ব্যুরো: গাড়ির ধাক্কায় ছাত্রী আহতের ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তিন দফা দাবি মানার আশ্বাস নিয়ে সড়ক ছেড়েছেন। এর ফলে প্রায় আড়াই ঘণ্টা পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়।
শনিবার (০৬ এপ্রিল) সকাল ১০টার দিকে কর্ণফুলী উপজেলায় মহাসড়কের পাশে পশ্চিম পটিয়া এ জে চৌধুরী স্কুলের সামনে দুর্ঘটনা ঘটে। এর প্রতিবাদে স্কুল ও সংলগ্ন কলেজের কয়েক’শ শিক্ষার্থী রাস্তায় নেমে আসে। তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে মহাসড়কে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। যানজট ছড়িয়ে পড়ে শাহ আমানত সেতু পার হয়ে নগরীর দিকেও।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর মাহমুদ সারাবাংলাকে বলেন, ‘শিক্ষার্থীরা তিন দফা মেনে নেওয়ার দাবিতে সড়ক অবরোধ করেছিল। দাবিগুলো আমরা দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছি। এরপর সাড়ে ১২টার দিকে তারা সড়ক ছেড়ে ক্লাসে ফিরে গেছে।’
তিন দফা দাবির মধ্যে আছে- স্কুলের সামনে স্পিডব্রেকার নির্মাণ, ফুটওভার ব্রিজ স্থাপন এবং স্কুল-কলেজের ক্লাস শুরু ও ছুটির সময় ট্রাফিকিং ব্যবস্থা জোরদার।
ওসি আলমগীর বলেন, ‘স্পিডব্রেকার ও ফুটওভার ব্রিজ অতিদ্রুত নির্মাণ করা হবে। এই বিষয়ে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। আগামীকাল (৭ এপ্রিল, রোববার) থেকে স্কুলের সামনে সার্বক্ষণিক ট্রাফিক ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত হয়েছে।’
দুর্ঘটনায় আহত নাজমা আক্তার (১৪) এ জে চৌধুরী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। একই এলাকার শিকলবাহা গ্রামের ইকবাল হোসেনের মেয়ে নাজমা।
সকাল ১০টার দিকে স্কুলে যাওয়ার পথে মহাসড়ক পার হওয়ার সময় চার চাকার একটি হিউম্যান হলার নাজমাকে ধাক্কা দেয়। এতে নাজমা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে বেসরকারি ন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন আহত শিক্ষার্থী নাজমা আক্তার।
সারাবাংলা/আরডি/একে