Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গরু চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা


১০ এপ্রিল ২০১৯ ২২:৪১

রাজশাহী: রাজশাহীর বাগমারায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ইব্রাহীম হোসেন (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (১০ এপ্রিল) দুপুরের দিকে উপজেলা কালাপাড়া গ্রামে তাকে পিটিয়ে মারাত্মক জখম করা হয়। পরে আহত অবস্থায় ওই ব্যক্তিকে বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন

পুলিশ খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরেদেহটি উদ্ধার করেছে। এ ঘটনায় মজনু নামে একজনকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

এলাকাবাসীর বরাত দিয়ে ওসি জানান, সোমবার (৮ এপ্রিল) ও শুক্রবার (৫ এপ্রিল) রাতে কালাপাড়া গ্রাম থেকে চারটি ও পাশের গ্রাম থেকে আরও চারটি গরু চুরি হয়। এসব চুরি ঘটনায় ভুক্তভোগী কৃষক ও স্থানীয় লোকজন কামারবাড়ি গ্রামের ইব্রাহীম হোসেনকে বাড়ি থেকে কালাপাড়া গ্রামে ধরে নিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা ইব্রাহীমের ওপর ব্যাপক নির্যাতন ও গণপিটুনি শুরু করে। এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেললে বিকেলে তাকে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি মিজানুর রহমান আরও জানান, হত্যার ঘটনায় মজনু নামে একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

বাগমারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ারুল কবীর জানান, একেবারে মুমূর্ষু অবস্থায় তাকে নিয়ে আসা হয়েছিল। অনেক চেষ্টা করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

সারাবাংলা/এমএইচ

গণপিটুনি গরু চোর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর