ফতুল্লায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক
১ মে ২০১৯ ১৭:৪৮
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় সোহেলী বেগম (১৯) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ নিহতের স্বামী রাব্বি মিয়াকে (২২) আটক করেছে। বুধবার (১ মে) ভোরে ফতুল্লার নন্দলালপুর নাককাটার বাড়ি এলাকা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
সোহেলী গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার তিলছড়া গ্রামের ভ্যানচালক সিরাজ সিকদারের মেয়ে।
নিহতের পরিবার সূত্র জানায়, নন্দলালপুর এলাকায় প্রাইম টেক্সটাইলে কাজ করার সুবাদে সোহেলী ও রাব্বি মিয়ার পরিচয় হয়। দেড় বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর তারা নন্দলালপুর হানিফ মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। বিয়ের পর থেকে তুচ্ছ ঘটনা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হতো। রাতে কোন এক সময় সোহেলীকে শ্বাসরোধ করে হত্যা করে রাব্বী। সোহেলীর গলায় আঘাতের দাগ রয়েছে বলে জানান পরিবারের সদস্যরা।
ফতুল্লা মডেল থানার ওসি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধরণা করা হচ্ছে মারধর করে পরে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সোহেলীর স্বামী রাব্বি মিয়াকে আটক করা হয়েছে।
সারাবাংলা/এমএইচ