গাড়ি চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার
৯ মে ২০১৯ ১৯:২৫
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরী, বান্দরবান ও কক্সবাজারে অভিযান চালিয়ে মোটরসাইকেল ও অটোরিকশা চুরির সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ। আদালত ভবন, হাসপাতাল এবং আবাসিক ভবনের নিচ থেকে মোটরসাইকেল ও অটোরিকশা চুরি করে চক্রের সদস্যরা গ্রামে নিয়ে বিক্রি করত বলে পুলিশ জানায়।
বৃহস্পতিবার (০৯ মে) সকাল পর্যন্ত দুইদিন ধরে বিভিন্ন টিমে ভাগ হয়ে চালানো এ অভিযানে চারজনকে গ্রেফতারের পাশাপাশি চোরাই মোটরসাইকেল ও অটোরিকশাও উদ্ধার করা হয়।
গ্রেফতার চারজন হলেন কক্সবাজার সদরের আমানুল হক ওরফে ইমন (২৩) ও মো. শাহজাহান (২২), রামু উপজেলার কচ্ছপিয়া এলাকার কামাল উদ্দিন (৩৫) এবং চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ চৌধুরীপাড়ার মো. নাছির (২৮)। তাদের হেফাজত থেকে চারটি চোরাই মোটরসাইকেল ও সিএনজিচালিত দুটি অটোরিকশা উদ্ধার করা হয়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘গ্রেফতার চারজন পেশাদার গাড়ি চোর এবং খুবই দক্ষ। এরা মাত্র ৭৮ থেকে ৭৯ সেকেন্ডের মধ্যে একটি মোটরসাইকেল কিংবা অটোরিকশা চুরি করতে পারে। হাসপাতাল-আদালতের জনাকীর্ণ এলাকা অথবা নির্জন আবাসিক ভবনের নিচে রাখা মোটরসাইকেল ও অটোরিকশাকে এরা টার্গেট করে। চুরির পর গাড়িগুলো শহরেই একবার হাতবদল হয়। চোরের কাছ থেকে কিনে নেওয়া চক্র এই গাড়ি দ্রুত গ্রামে নিয়ে সেগুলো বিক্রি করে। বিক্রির আগে সেগুলোর চেসিস ও ইঞ্জিন নম্বর বদলে ফেলা হয়।’
চোরচক্রের সদস্য নাছিরকে একটি চোরাই মোটরসাইকেলসহ শাহ আমানত সেতু এলাকা থেকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ওসি।
সারাবাংলা/আরডি/একে