চট্টগ্রামে হিমাগার থেকে ৭ টন জাটকা জব্দ
২৩ মে ২০১৯ ২০:৫১
চট্টগ্রাম ব্যুরো: সাগরে মাছ ধরা বন্ধের মৌসুমে চট্টগ্রামে একটি হিমাগারে অভিযান চালিয়ে সাত মেট্রিকটন অপরিণত বয়সী ইলিশ মাছ (জাটকা) জব্দ করেছে জেলা প্রশাসন। জাটকা হিমাগারে রাখার অপরাধে পাঁচ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মে) সকালে নগরীর সদরঘাট থানার মাঝিরঘাটে কর্ণফুলী হিমাগারে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান।
জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হিমাগারের ৩৫ নম্বর স্টোরে চাপিলা মাছের সঙ্গে মিশিয়ে জাটকা রাখা হয়। জব্দের পর চাপিলা থেকে পৃথক করে সাত হাজার কেজি জাটকা পাওয়া গেছে।
হিমাগারে জাটকা রাখার অপরাধে এর মালিক মো. জয়নালকে (৩৬) মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ৫(১) ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সারাবাংলা/আরডি/একে