Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লঞ্চঘাটের টয়লেট থেকে দুই বোনের মরদেহ উদ্ধার


২৪ মে ২০১৯ ২২:২৩ | আপডেট: ২৫ মে ২০১৯ ০০:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদী: নরসিংদী শহরের কাউরিয়াপাড়া লঞ্চঘাটের টয়লেট থেকে তারিন (১০) ও তাইবা (৪) নামে দুই বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ মে) রাত ৮টায় মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তারা মনোহরদী উপজেলার পূর্ব চালাকচর এলাকার শফিকুল ইসলামের কন্যা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশু দুটির বাবা শফিকুল ইসলামকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

নরসিংদীর পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় মেঘনা নদীর পাড়ের কাউরিয়াপাড়া লঞ্চঘাটের টয়লেটের ভেতরে দুই মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

বিজ্ঞাপন

ঘটনাস্থল পরিদর্শন শেষে নরসিংদীর পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশু দুটিকে অন্য কোথাও শ্বাস রোধ করে হত্যার পর মরদেহ হত্যাকারীরা টয়লেট রুমে ফেলে গেছে। তবে তদন্ত শেষে এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।

সারাবাংলা/একে

দুই বোন মরদেহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর