Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভাবের কারণে দুই মেয়েকে খুন, বাবার স্বীকারোক্তি


২৫ মে ২০১৯ ২২:০৪

নরসিংদী: নরসিংদীতে লঞ্চঘাটের টয়লেট থেকে দুই মেয়েকে হত্যার ঘটনায় পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন তাদের বাবা শফিকুল ইসলাম (৩৮)। ওই বাবা জানিয়েছেন, অভাব-অনটনে মানসিক অস্থিরতার কারণে তিনি দুই মেয়েকে শ্বাসরোধে হত্যা করেন।

শুক্রবার (২৪ মে) রাতে নরসিংদী লঞ্চঘাটের টয়লেট থেকে দুই বোনের লাশ উদ্ধার করা হয়। মৃতরা হল নুসরাত জাহান তাইন (১১) ও তানিশা তাইয়েবা (৪)।

পুলিশ জানিয়েছে, শিশু দুটির বাবা খুনের কথা স্বীকার করেছেন। তবে তিনি তার কথায় স্থির থাকছেন না। মাঝেমধ্যে অসংলগ্ন কথাবার্তা বলছেন।

এদিকে পরিবার সদস্যরা জানিয়েছে, শফিকুল ইসলাম মাঝে মধ্যে মানসিকভাবে ভারসাম্যহীন থাকতেন।

নরসিংদীর পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ জানান, শুক্রবার (২৪ মে) রাতে লঞ্চঘাটের টয়লেট থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থলেই নিহতদেরকে নিজের সন্তান দাবি করেন শফিকুল ইসলাম। তার আচরণ সন্দেহজনক হওয়ায় ওই বাবাকে সে সময় পুলিশ হেফাজতে নেওয়া হয়।

জিজ্ঞাসাবাদে শফিকুল ইসলাম জানান, দুই মেয়েকে লঞ্চঘাট দেখাতে নিয়ে আসার এক পর্যায়ে সংসারে অভাব-অনটনের অস্থিরতার কারণে দুই মেয়েকে তিনি খুন করেছেন। প্রথমে ছোট মেয়ে ও পরে বড় মেয়েকে টয়লেটে নিয়ে শ্বাসরোধে হত্যা করেন।

এ ঘটনায় কেউ অভিযোগ না দেওয়ায় এখনও মামলা হয়নি বলে জানিয়েছেন পুলিশ সুপার মিরাজ উদ্দিন।

সারাবাংলা/একে

দুই মেয়ে খুন নরসিংদী শ্বাসরোধে হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর