Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শরীয়তপুরে রাতের আঁধারে কবরস্থান দখল’


১ ফেব্রুয়ারি ২০১৮ ১৮:০৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

শরীয়তপুর: শত বছরের পুরনো কবরস্থান রাতের আঁধারে দখল করে নিয়েছে ভুমিদস্যুরা। তাদের হাত থেকে কবরস্থান উদ্ধারে সংবাদ সম্মেলন করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চেয়েছেন জমির প্রকৃত মালিকপক্ষ।

বৃহস্পতিবার নিজ বাড়ির উঠোনে সংবাদ সম্মেলনে জমির মালিক আলেয়া বেগম জানান, পৌরসভার ৪নং ওয়ার্ডের তুলাসার মৌজার ৪৭৮নং খতিয়ানের ২১৩নং এসএ  ও ৬৬৮নং বিআরএস দাগে ১৯ দশমিক ২৫ শতাংশ  জমি পৈত্তিক সূত্রে মালিক তিনি ও তার ভাই দীন মোহাম্মদ খাঁন। সেই জমির মধ্যে দশমিক ২৬৯ শতাংশ আমাদের পারিবারিক কবরস্থান। যা চিকন্দী ইউনিয়নের ছোটো সন্দীপ গ্রামের অ্যাডভোকেট হুমায়ুন কবীর মুন্সী দখল করে নিয়েছেন। লোকজন দিয়ে রাতের আঁধারে মাটি ভরাট করে ঘর তুলেছেন তিনি। বাঁধা দিতে গেলে আমাদের মেরে ফেলার হুমকিও দিয়েছেন তিনি।

আলেয়া বেগম বলেন, কবরস্থান দখল করে মাটি ফেলানো ও ঘর উত্তোলনের ব্যাপারে আমি স্থানীয় পালং থানার ওসি ও মেয়রকে জানিয়েছি। কিন্তু তাতেও কোন ফল হয়নি। জমি ফিরে পেতে আমি স্থানীয় প্রশাসনসহ সরকারের উচ্চ পর্যায়ের সহায়তা কামনা করছি।

তবে জমি দখলের অভিযোগ মিথ্যা দাবি করে অ্যাডভোকেট হুমায়ন কবীর মুন্সী সারাবাংলাকে বলেন, আলেয়া বেগম তথ্য ভুল দিয়েছে । আমি জমি কিনেছি,তবে কবরস্থান দখল করিনি। কবরস্থান আলাদা রেখে মাটি ভরাট করেছি।

সারাবাংলা/প্রতিনিধি/ এমএস

বিজ্ঞাপন

এবারের বাজুস ফেয়ার স্থগিত
১৬ জানুয়ারি ২০২৫ ২১:৪৬

আরো

সম্পর্কিত খবর