Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিফাতকে কুপিয়ে হত্যা: আরও ১ আসামি গ্রেফতার


২৭ জুন ২০১৯ ১৯:০৮ | আপডেট: ২৭ জুন ২০১৯ ১৯:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে (২২) কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত আরও এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার আসামির নাম মেহেদী হাসান ওরফে মো. হাসান। রিফাত হত্যা মামলায় ওই যুবক এজাহারভুক্ত ৯ নম্বর আসামি।

চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে এ পর্যন্ত দুইজন আসামি গ্রেফতার হলেন। এর আগে, বৃহস্পতিবার (২৭ জুন) সকালে রিফাত হত্যা মামলায় চন্দন নামে এক আসামিকে গ্রেফতার করে পুলিশ। আসামি চন্দন এজাহারভুক্ত ৪ নম্বর আসামি।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির হোসেন মাহমুদ বলেন, ‘রিফাত হত্যা মামলার বাকি আসামিদের গ্রেফতারে র‌্যাব, পুলিশের যৌথ অভিযান অব্যাহত রয়েছে।’

বিজ্ঞাপন

আরও পড়ুন: ‘অতিরিক্ত রক্তক্ষরণেই রিফাতের মৃত্যু’

রিফাতকে কুপিয়ে হত্যার ঘটনায় আটজনের নাম উল্লেখসহ মোট ১২ জনের বিরুদ্ধে মামলা করেছেন নিহতের বাবা দুলাল শরীফ। বরগুনা থানায় মামলাটি করা হয়।

গত বুধবার (২৬ জুন) দুপুরে বরগুনার কলেজ সড়কে স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির সামনে রিফাতকে কুপিয়ে জখম করে স্থানীয় সন্ত্রাসী নয়ন ও রিফাত ফরাজী। বিকেল ৪টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রিফাতের মৃত্যু হয়।

সারাবাংলা/একে

বরগুনা রিফাত হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর