Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেকনাফ পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই সহোদরের মৃত্যু


২৮ জুন ২০১৯ ১১:২৪ | আপডেট: ২৮ জুন ২০১৯ ১১:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই সহোদরের মৃত্যু হয়েছে। তারা হলেন, হ্নীলার পশ্চিম সিকদারপাড়ার আব্দুর রহমান (২৮) ও তার ছোট ভাই আব্দুস সালাম (২৬)। তাদের পিতা মৃত মোহাম্মদ হোসেন মাদু।

শুক্রবার (২৮ জুন) ভোররাতে উপজেলার হ্নীলার বালিকা উচ্চ বিদ্যালয়ের পেছনের পাহাড়ি এলাকায় এই পুলিশি অভিযান চালানো হয়। মৃত দুইজনের বিরুদ্ধে হত্যা ও বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে। এছাড়া অভিযানে ২টি এলজি ও ১২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এবি এস দোহা বলেন, আটকের পর এ দুইজনকে নিয়ে অভিযানে গেলে তাদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়, আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থল থেকে এসব অস্ত্রসহ তাদের মরদেহ পাওয়া যায়।

বিজ্ঞাপন

এবি এস দোহা আরও বলেন, মৃতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা ও বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে।

সারাবাংলা/এনএইচ

কক্সবাজার বন্দুকযুদ্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর