Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মাসেতুতে মাথা লাগার গুজব ছড়ানোয় স্কুলছাত্র আটক


১১ জুলাই ২০১৯ ১৮:৩০

রাজবাড়ী: পদ্মাসেতু নির্মাণে মানুষের মাথা লাগবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন গুজব ছড়ানোর অভিযোগে রাজবাড়ীতে এক স্কুলছাত্রকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে পাংশা উপজেলার বয়রাট গ্রামের নিজ বাড়ি থেকে পার্থ আল হাসান (১৬) কে  আটক করা হয়। সে ওই গ্রামের আব্দুস সালামের ছেলে এবং স্থানীয় মাঝাইল বিএমডি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

বিজ্ঞাপন

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক নাজমুল আরেফিন পরাগ জানান, পদ্মাসেতু নির্মাণে মানুষের মাথা লাগবে ফেসবুকে এমন গুজব ছড়িয়ে জনমনে উৎকণ্ঠা ও উদ্বেগ সৃষ্টি করে পার্থ। এ কারণে তাকে আটক করে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ২০১৮ এর ২৫/৩১ ধারায় পাংশা থানায় মামলা করা হয়েছে।

র‌্যাব কর্মকর্তা পরাগ জানান, পদ্মাসেতুতে মানুষের মাথা লাগার বিষয়টি সম্পূর্ণ গুজব। এই গুজব প্রচার আইনত দণ্ডনীয় অপরাধ।

এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য জনসাধারণের প্রতি অনুরোধ জানান তিনি।

সারাবাংলা/একে

গুজব টপ নিউজ ডিজিটাল নিরাপত্তা আইন পদ্মানদী পদ্মাসেতু মানুষের মাথা

বিজ্ঞাপন

আজও ঢাকামুখী মানুষের ঢল
৬ এপ্রিল ২০২৫ ০৯:৫৬

আরো

সম্পর্কিত খবর