ভোলায় মাথা কাটার গুজব ছড়ানো চক্রের এক সদস্য আটক
১১ জুলাই ২০১৯ ২২:১৯
ঢাকা: ভোলার চরফ্যাশন উপজেলা থেকে মাথা কাটার গুজব ছড়ানোর অভিযোগে আবদুল শহিদ হাওলাদার(২৪) নামে এক যুবককে আটক করা হয়েছে।
বুধবার তাকে ভোলার চরফ্যাশন উপজেলার চরমাদ্রাজ থেকে আটক করা হয়।এ সময় তার কাছ থেকে গুজব ছড়ানোর কাজে ব্যবহৃত একটি স্মার্টফোন জব্দ করা হয়।
আটক আবদুল শহিদ হাওলাদার চরফ্যাশন উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
বৃহস্পতির (১১ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলনে ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, দীর্ঘদিন ধরে আবদুল শহিদ হাওলাদার বিভিন্ন এলাকার মানুষকে ফোন করে এবং ফেসবুকে পোস্ট ম্যাসেঞ্জারের মাধ্যমে শিশুদের মাথা কেটে নেওয়া হচ্ছে, ছেলে ধরারা শিশুদের ধরে নিয়ে যাচ্ছে এমন গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শহিদ হাওলাদার নিজের দোষ স্বীকার করেছে। এ কাজে তার সঙ্গে আরও দুইজন রয়েছেন বলে জানান। আপাতত তাদের নাম প্রকাশ করা যাবে না বলে ওসি জানান।
আটক আবদুল শহিদকে গুজব ছড়ানোর জন্য কোনো একটি চক্র উৎসাহিত করেছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মীর মো. শাফিন আহমেদ, মো. রাসেলুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মো. সাব্বির হোসেন, চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুল আরেফিন, ডিবি ওসি শহিদুল ইসলাম, ভোলা প্রেস ক্লাব সভাপতি হাবিবুর রহমান, প্রবীন সাংবাদিক আবু তাহেরসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সারাবাংলা/একে