Thursday 06 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামের লালদিয়ার চরে ২০০ বসতি উচ্ছেদ, বাসিন্দাদের আহাজারি


২৩ জুলাই ২০১৯ ০৭:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার লালদিয়ার চরে প্রায় ২০০টি অবৈধ বসতি উচ্ছেদ করে অন্তত ২৫ একর ভূমি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। উচ্ছেদের সময় সেখানকার বাসিন্দাদের অনেকে কান্নায় ভেঙে পড়েন। অনেকে অসহায়ত্ব প্রকাশ করেন।

সোমবার (২২ জুলাই) এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ। সকাল ৯টায় শুরু হওয়া উচ্ছেদ অভিযান চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের আইন কর্মকর্তা (যুগ্ম জেলা জজ) মুনতাসির আহমেদ সারাবাংলাকে বলেন, ‘অবৈধ উচ্ছেদ অভিযানের প্রথমদিন অবৈধ দখলে থাকা ২০ থেকে ২৫ একর ভূমি উদ্ধার করা হয়েছে। এখানে বন্দর কর্তৃপক্ষের ৫৮ একর ভূমি রয়েছে। অবৈধ দখলে থাকা বাকি ভূমিগুলোও অভিযান চালিয়ে উচ্ছেদ করা হবে।’

বিজ্ঞাপন

লালদিয়ার চর উচ্ছেদ প্রতিরোধ কমিটির সভাপতি আলমগীর হাসান বলেন, ‘১২-১৩ নম্বর ঘাটের মাঝখানে ১৩০ পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। যাদের সামর্থ্য আছে তারা ঘরবাড়ি ভেঙে নিয়ে গেছে। অনেক পরিবার ছেলে মেয়ে নিয়ে খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছে।’

উচ্ছেদের পর নাসিমা আক্তার নামে এক নারী সাংবাদিকদের বলেন, ‘আমার স্বামী গার্মেন্টসে চাকরি করে। ভিটেমাটি বিক্রি করে আর জমানো টাকা মিলিয়ে ১৩ লাখ টাকা খরচ করে ঘর বানিয়েছিলাম। সব শেষ হয়ে গেছে। আমরা পথের ভিখারি হয়ে গেছি।’

সারাবাংলা/আরডি/একে