Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোণায় পলিথিন ব্যাগ ব্যবহার করায় ৪ ব্যবসায়ীকে জরিমানা


২৭ আগস্ট ২০১৯ ১৯:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোণা: নেত্রকোণায় নিষিদ্ধ পলিথিনের শপিংব্যাগ ব্যবহার করা চার ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে জেলা পুলিশের সহায়তায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেট আব্দুল কাইয়ুম, উম্মে সালমা ও ফাইযুল ওয়াসীমা নাহাতের এই অভিযান চালানো হয়। এসময় পৌরশহরে জয়ের বাজারের তিন ও ছোটবাজারে এক ব্যবসায়ীর কাছ থেকে এ জরিমানা আদায় করা হয়।

নেত্রকোণা জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক ও ভ্রাম্যমান আদালতের প্রসিকিউটর মিজানুর রহমান জানান, বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ এর ৬ (ক) ধারা অনুযায়ী নেত্রকোণা পৌরশহরের জয়ের বাজারের তন্ময় স্টোরের মালিক ব্যবসায়ী মানিক দেবনাথের দোকানে ১.২৪ কেজি নিষিদ্ধ পলিথিন শপিংব্যাগ উদ্ধারের পর তাকে দুই হাজার টাকা, অমল স্টোরের মালিক ব্যবসায়ী অমল চক্রবর্তীর কাছে আধা কেজি পলিথিনব্যাগ উদ্ধার করে তাবে দুই হাজার টাকা, লোকনাথ স্টোরের মালিক ব্যবসায়ী অনুপম সাহার কাছ থেকে পাঁচ কেজি পলিথিন উদ্ধারের পর তাকে তিন হাজার টাকা ও ছোটবাজারের অরুণ স্টোরের মালিক অরুণ সাহার প্রতিষ্ঠান থেকে আড়াই কেজি পলিথিন শপিংব্যাগ উদ্ধারের পর তাকে তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বিজ্ঞাপন

এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মিজানুর রহমান।

পলিথিন ভ্রাম্যমান আদালত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর