১৪ হাজার লিটার চোলাই মদসহ গাজীপুরে গ্রেফতার ১
১২ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৩৬
গাজীপুর: গাজীপুরের ন্যাশনাল পার্ক এলাকা থেকে ১৪ হাজার লিটার চোলাই মদসহ এক বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেফতার ব্যক্তির নাম তাপস বর্মণ।
বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ন্যাশনাল পার্কে এই অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমান আদালত।
পোড়াবাড়ী র্যাব-১ এর কোম্পানি কমান্ডনার আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেফতার তাপস বর্মনকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম করাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমান আদালতের অভিযানে তাপস হাতেনাতে ধরা পড়েন। তার কাছ থেকে ১৪ হাজার লিটার দেশি চোলাই মদ, দুইটি মোবাইল ফোন ও পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়।