সান্তাহার সরকারি কলেজে আবরারের মৃত্যুতে ছাত্রলীগের শোক র্যালি
১৭ অক্টোবর ২০১৯ ০২:০৬
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ রাব্বীকে হত্যার ঘটনায় শোক প্রকাশ করে র্যালি করেছে আদমদীঘির সান্তাহার সরকারি কলেজ শাখা ছাত্রলীগ। কলেজ ছাত্রলীগ নেতা তানভী রহমান তনুর সভাপতিত্বে কলেজ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে সান্তাহার পৌর শহরের বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে অংশ নেয় আদমদীঘি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান সোহাগ, ছাত্রলীগ নেতা পল্লব, হৃদয়, পিয়াল, রুবেল, রাতুল, ইয়ামিন, খুশবু, জেরিনসহ শতাধিক নেতাকর্মীরা।
ছাত্রলীগ নেতা তানভী রহমান তনু বলেন, ছাত্রলীগ খুনের রাজনীতি সমর্থন করে না, ছাত্রলীগে কোনও অপরাধীর ঠাঁই নাই। আমরা আবরার হত্যার দ্রুত বিচার চাই।
উল্লেখ্য, গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে অচেতন অবস্থায় আবরার ফাহাদকে উদ্ধার করা হয়। এরপর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আবরারের বাবা বাদী হয়ে চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেছিলেন।