Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভিষেক হলো চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের


৩০ নভেম্বর ২০১৯ ০২:৫০

ঢাকা আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউশন মিলনায়তনে ঢাকার চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের অভিষেক ও বৃত্তি প্রদান অনুষ্ঠান আয়োজিত হয় শুক্রবার (২৯ নভেম্বর)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম, চ্যানেল আই’র বার্তা প্রধান শাইখ সিরাজ, চাদপুর-২ আসনের সংসদ সদস্যসহ আরও অনেকে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মিজান মালিক।

এই আয়োজনে সংগঠনের সদস্যদের পরিচিতির পাশাপাশি তাদের সদস্যদের কৃতী সন্তানদের বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম বলেন, ‘আমি বিশ্বাস করি, ঐক্যের মধ্যেই শক্তি নিহিত। ঐক্যের শক্তিকে যদি আমরা উন্নয়নের ধারায় প্রবাহিত করতে পারি, মানুষের কল্যাণে ব্যবহার করতে পারি, দেশ মাটি মানুষের অগ্রযাত্রার জন্য নিহিত করতে পারি তাহলে সেটিই হবে মানুষ হিসেবে আমাদের বড় কাজ।‘

বিজ্ঞাপন

সাইফুল আলম আরও বলেন, ‘একটা সময় ছিল যখন বলা হতো আমি নিরপেক্ষ। সেই শব্দ এখন কিন্তু আর ব্যবহৃত হয় না। এখন আমরা বলি নিরপেক্ষতা বলে কিছু নেই। আমরা অবশ্যই পক্ষাবলম্বন করি। সেই পক্ষটি হবে দুর্নীতির বিরুদ্ধে, আমরা অবশ্যই একটি পক্ষাবলম্বন করি সেটি মিথ্যের বিপরীতে সত্যের পক্ষে। আমরা অবশ্যই একটি পক্ষাবলম্বন করি সেটি হল সন্ত্রাসের বিরুদ্ধে, সহিষ্ণুতার পক্ষে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। সাংবাদিক হিসেবে শুধু সংবাদ প্রকাশের মধ্যেই আমাদের সীমাবদ্ধ থাকার কোনো যৌক্তিকতা নেই। আমরা যেমন সংবাদ পাঠকদের কাছে, কিংবা আমাদের দর্শকদের কাছে উপস্থাপন করব, ঠিক তেমনিভাবে এ দেশ, মাটি ও মানুষের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে, ঋণ আছে। সেই ঋণ শোধ করার একটি বড় প্রয়াস হল এ দেশের উন্নয়নে, মানুষের ভাগ্য পরিবর্তনে আমাদের ভূমিকা রাখা।‘

বিজ্ঞাপন

চ্যানেল আই’র বার্তা প্রধান এবং গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ বলেন, ‘চাঁদপুর ইলিশের শহর এটি বলেই আমরা থেমে গেছি। ইলিশের যে ব্র্যান্ডি করার দরকার ছিল বিশ্বব্যাপী সেটি আমরা করতে পারিনি। চাঁদপুর বড়লোক হতে পারে পর্যটনে। ইলিশের ভেসেলে কিভাবে ইলিশ ধরা হয় সেটি দেখার জন্য পর্যটকদের আকর্ষণ করা গেলেও অনেক উন্নয়ন হতো।‘

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য নুরুল আমীন রুহুল বলেন, ‘গুলি, বন্দুক টিয়ার শেল, বোমার চেয়েও শক্তিশালী হল কলম। সাংবাদিকরা সমাজের অনেক চিত্র তুলে আনেন যা প্রশাসন থেকে শুরু করে আমলা-নেতা সবাইকে নাড়িয়ে দেয়। সমাজের পরিবর্তনে তাই কলম হাতিয়ার।‘

এছাড়াও অন্যান্যদের মধ্যে আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ফারুক হোসেন, ভ‚মি সচিব মাকসুদুর রহমান পাটওয়ারী, অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা, এনবিআরের সাবেক চেয়ারম্যান গোলাম হোসেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিচালক ড. শাহাদাত হোসেন, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন, কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী হোসেন প্রধানীয়া, নির্বাচন কমিশনের সচিব আবদুল বাতেন, পুলিশ সদর দফতরের এআইজি মিডিয়া সোহেল রানা, সাবেক পরিকল্পনা কমিশনের সচিব হাবিবুল্লাহ মজুমদার বক্তব্য রাখেন।

চাঁদপুর জেলা সাংবাদিক ফোরাম চাঁদপুর-২ সংসদ সদস্য শাইখ সিরাজ সাইফুল আলম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর