Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে বিএসএফ’র গুলিতে নিহত সালমানের লাশ উদ্ধার


৩০ নভেম্বর ২০১৯ ০৪:০০

সিলেটের কানাইঘাট সীমান্তে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিএসএফের গুলিতে নিহত সালমান আহমদ (১৮) এর লাশ সীমান্তবর্তী এলাকার একটি বাড়ি থেকে গতকাল শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশ কানাইঘাট থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) নিহত সালমানের লাশ ময়না তদন্তের জন্য সিওমেক মর্গে প্রেরণ করা হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, কানাইঘাটের সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির সোনার খেওড় গ্রামের আবুল রহমানের পুত্র সালমান আহমদসহ কয়েকজন বাংলাদেশের ডোনা সীমান্তের পাতিছড়া এলাকা দিয়ে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ভারতের মেঘালয় রাজ্যে অবৈধ ভাবে অনুপ্রবেশ করে।

বিজ্ঞাপন

এ সময় ভারতীয় বিএসএফের গুলিতে ভারতের অভ্যন্তরে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় সালমান আহমদ। রক্তাক্ত অবস্থায় সালমান আহমদের গুলিবিদ্ধ লাশ তার সহযোগীরা সীমান্তবর্তী মেইন পিলার ১৩৩৫/১৭ এর পাশে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসে। সেখান থেকে সন্ধ্যার সময় বিএসএফের গুলিতে নিহত সালমান আহমদের লাশ তার পরিবারের লোকজন ও স্থানীয়রা উদ্ধার করে ডোনা ৯ নম্বর গ্রামের মুতাল্লিব মিয়ার বাড়ীতে নিয়ে রাখা হয়। খবর পেয়ে ডোনা বিজিবি ক্যাম্পের সদস্যরা সালমানের লাশ ঘিরে রাখে।

শুক্রবার কানাইঘাট থানার পুলিশের এস.আই লিটন মিয়া একদল পুলিশ নিয়ে মুতাল্লিবের বাড়িতে গিয়ে সালমানের লাশ উদ্ধার করে পরবর্তী সুরতহাল রিপোর্ট তৈরি করে সন্ধ্যার দিকে থানায় নিয়ে আসেন। থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম জানিয়েছেন, ‘বিএসএফ এর গুলিতে নিহত সালমানের লাশ পুলিশ হেফাজতে রয়েছে। আজ তার লাশের ময়না তদন্ত সম্পন্ন হওয়ার পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।‘

বিজ্ঞাপন

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ডোনা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার হারুন রশিদ বলেন, ‘সালমানসহ তার সহযোগী আরও কয়েকজন অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশ করে সেখান থেকে ভারতীয় গরু মহিষ আনতে গিয়ে বিএসএফ’র গুলিতে নিহত হয়েছে।‘

স্থানীয় অনেকে জানিয়েছেন, বিএসএফ’র গুলিতে নিহত সালমানসহ আরও কয়েকজন ভারত থেকে অবৈধ পথে গরু নিয়ে আসার জন্য সেখানে যাবার পর বিএসএফ জওয়ানরা গুলি ছুড়তে থাকে।

এতে গুলিবিদ্ধ হয়ে মারা যায় সালমান। গরু-মহিষ চোরাকারবারী চক্রের সদস্য সীমান্তবর্তী মিকিরপাড়া গ্রামের রফিকুল হকের পুত্র ফরিদ উদ্দিন, সাদ্দাম হোসেন ও নক্তিপাড়া গ্রামের আব্দুল আজিজের পুত্র সোনা মিয়া গংদের গরু আনতে গিয়েছিল নিহত সালমানসহ আরো কয়েকজন।

বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যু লাশ উদ্ধার সিলেট সীমান্তে সীমান্তে বাংলাদেশির লাশ

বিজ্ঞাপন

নতুন বার্সেলোনায় মুগ্ধ মেসি
২৩ নভেম্বর ২০২৪ ১০:৫৫

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর