Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় বালিবোঝাই ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু


২০ ডিসেম্বর ২০১৯ ১৬:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বালিবোঝাই একটি ট্রাক্টর উল্টে এর চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) ভোরে দুধপাতিলা-দর্শনা সড়কের দোয়েল ইটভাটার কাছে এই ঘটনা ঘটে।

নিহত চালকের নাম রহিদুল ইসলাম ওরফে রহেদ (২৬)। তিনি উপজেলার দর্শনা পৌরসভার শ্যামপুর গ্রামের শহিদ আলী ও দর্শনা পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর সুরাতন নেছার ছেলে।

রহেদের মা সুরাতন নেছা জানান, শুক্রবার ভোররাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার দোস্ত গ্রামের মাঠ থেকে বালি বোঝাই করে দর্শনা হটাৎপাড়া মসজিদের দিকে যাচ্ছিলেন রহেদ। পথে দুধপাতিলা গ্রামের দোয়েল ইটভাটার কাছে ট্রাক্টরটি পৌছালে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এরপর ট্রাক্টরটি রাস্তার পাশের খাদে উল্টে যায়।

বিজ্ঞাপন

এসময় গুরুতর আহত রহেদকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

ট্রাক্টর চালক সড়ক দুর্ঘটনায় মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর