গোমতী নদীর দু’পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু
২৩ ডিসেম্বর ২০১৯ ২০:৫৪
কুমিল্লা: কুমিল্লার সদর উপজেলার গোমতী নদীর দুই পাড়ের দীর্ঘদিনের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।
সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসনের ১০ নির্বাহী ম্যাজিস্ট্রেট, পানি উন্নয়ন বোর্ড কুমিল্লার নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ উচ্ছেদ অভিযানে অংশ নেন।
কুমিল্লা সিটি করপোরেশন তিনটি বুলডোজার প্রথমে নদীর উত্তর পাড়ের পালপাড়া এলাকায় উচ্ছেদ অভিযান চালায়।
চলমান অভিযানে নদীর তীরবর্তী এলাকা পশ্চিম মাঝিগাছা, পশ্চিম বৃষ্ণপুর, আড়াইওরা, দক্ষিণ রসুলপুর ও উত্তর রসুলপুর মৌজার ১৩৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।
ম্যাজিস্ট্রেট জানান, একমাস আগে এসকল অবৈধ দখলকারীদের স্থাপনা সরিয়ে নেয়ার জন্য লিখিত নোটিশ দেওয়া হয়েছে। যারা সরিয়ে নেয়নি তাদের স্থাপনা অভিযানে ধ্বংস করা হচ্ছে।