Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাত্রী ছাউনি থেকে রিকশাচালকের মৃতদেহ উদ্ধার


২৯ ডিসেম্বর ২০১৯ ১৪:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবান: বান্দরবানের একটি যাত্রী ছাউনি থেকে এক রিকশাচালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৯ ডিসেম্বর) সকালে বান্দরবানের রাজার মাঠ সংলগ্ন যাত্রী ছাউনি মৃতদেহটি ‍উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম মো. জাকির হোসেন (৫০)। তিনি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং এলাকার সিকদার পাড়ার মৃত লেচু মিয়ার ছেলে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী জানান, রাজার মাঠ সংলগ্ন যাত্রী ছাউনি থেকে মৃতদেহটি উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত হলে মৃতদেহ হস্তান্তর করা হবে। কিভাবে জাকিরের মৃত্যু হয়েছে তার কারণ অনুসন্ধান করা হচ্ছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

মৃতদেহ উদ্ধার রিকশাচালকের মৃতদেহ