Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশাল র‌্যাবের অভিযানে ২ ‘মাদক বিক্রেতা’ গ্রেফতার


২২ জানুয়ারি ২০২০ ১৫:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশাল: বরিশালে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে। র‌্যাবের দাবি, এরা মাদক বিক্রেতা। মঙ্গলবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে বরিশাল-পটুয়াখালী সড়কের দপদপিয়া এলাকা থেকে এদের গ্রেফতার করা হয়।

বুধবার (২২ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৮ জানায়, গ্রেফতার দুইজন হলেন নগরীর রুপাতলি এলাকার মো. মিলন আকন (৩৫) ও ঝালকাঠি জেলার নলছিটি থানার গায়ালকাঠি গ্রামের বাসিন্দা মো. মকবুল হোসেন খান (৬০)।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদক কেনা-বেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে ঝালকাঠি জেলার নলছিটি থানা এলাকার দপদপিয়ার খয়রাবাদ ব্রিজে অভিযান চালায় র‌্যাব। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মিলন ও মকবুল হোসেন নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এদের দেহ তল্লাশি করে ১৭৮ টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

বিজ্ঞাপন

এদের বিরুদ্ধে বরিশাল সিপিএসসি’র ডিএডি মো. ইসমাইল হোসেন বাদী হয়ে ঝালকাঠি জেলার নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

গ্রেফতার মাদক বিক্রেতা গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর