Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় ধারালো অস্ত্রের আঘাতে ব্যবসায়ী খুন, গ্রেফতার ১


২৪ জানুয়ারি ২০২০ ১৯:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়া: বগুড়া শহরের নুনগোলা এলাকায় এক কাঠ ব্যবসায়ী খুন হয়েছেন। নিহত ব্যবসায়ীর নাম মো. সায়েদ (৪০)। তিনি আশোকোলা এলাকার তোজাম আলীর ছেলে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ রুবেল (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম রেজা জানান, বেলা ১১টার দিকে স্থানীয় ল্যাংড়া বাজার এলাকায় দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে দুপুরে শহর থেকে আরও কিছু মানুষ এলাকায় গিয়ে জাফরু নামে একজনকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে তার ভাই সায়েদ’র উপর হামলা চালায়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে সায়েদ গুরুতর আহত হন।

আহত সায়েদকে উদ্ধার করে স্থানীয় টিএমএসএস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

বিজ্ঞাপন

এসময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত রুবেল নামের একজনকে গ্রেফতার করে। এ ব্যাপারে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

ব্যবসায়ী খুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর