রাঙামাটির ফরেস্ট রোডে ফের উচ্ছেদ অভিযান
১ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৩৫
রাঙামাটি: রাঙামাটির শহরের ফরেস্ট রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
শনিবার (১ জানুয়ারি) সকালে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) উত্তম কুমার দাশের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহায়তা করে রাঙামাটি পৌরসভা, পুলিশ ও বাংলাদেশ বন বিভাগ।
শহরের আলোচিত এই ফরেস্ট রোডে প্রশাসনের বারবার উচ্ছেদ অভিযানের পরও স্থানীয় প্রভাবশালী কয়েকজন রাজনৈতিক নেতার মদদে ফের অবৈধ দোকানপাট গড়ে তোলা হয়। এই নিয়ে জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা সভাসহ বিভিন্ন সভা সেমিনারে এই নিয়ে আলোচনা হয়।
পরে নতুন করে অভিযানের সিদ্ধান্ত নওয়া হয়।
ডেপুটি কালেক্টর (এনডিসি) উত্তম কুমার দাশ জানান, সকালে রাঙামাটি পৌরসভার সহায়তায় ফরেস্ট রোডের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ভবিষ্যৎ এ ফের এই স্থাপনা জায়গা কেউ অবৈধ স্থাপনা কিংবা দোকানপাট গড়ে তুললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।