Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টঙ্গীর তুরাগ তীরে বিআইডব্লিউটিএ’র উচ্ছেদ অভিযান


৫ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৩৮

গাজীপুর: টঙ্গীর তুরাগ তীরে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা উচ্ছেদে দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে টঙ্গীর আবদুল্লাপুর ব্রিজের নিচ থেকে এই উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়।

উচ্ছেদের অংশ হিসেবে তুরাগ নদীতে নির্মিতব্য বিআরটি প্রকল্পের মাটি সরানো ও ভাসমান নৌকা সরিয়ে ফেলা হয়।

অভিযানে নেতৃত্ব দিচ্ছেন বিআরটিএর যুগ্ম পরিচালক কে এম আরিফ উদ্দিন। অভিযানে নৌ পুলিশ, স্থানীয় প্রশাসন ও ডিএমপি অংশ নিয়েছে।

বিআইডব্লিউটিএ জানিয়েছে, আব্দুল্লাহপুর ব্রিজ থেকে টঙ্গী রেল ব্রিজ পর্যন্ত নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা অবৈধ এই স্থাপনা উচ্ছেদ চলবে। এই অংশে একাধিকবার উচ্ছেদ কার্যক্রম করা হলেও দখলদাররা আবার স্থাপনা গড়ে তোলে। এবার পুনরায় অবৈধ স্থাপনা গড়ে তোলার কারণে তিনজনকে আটক করা হয়েছে। ৎ

এর আগে ধৌড় এলাকায় পাঁচটি পাকা স্থাপনা সহ দুই শতাধিক স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়। এসময় ৪৮ লাখ টাকা নিলাম, ৭৫ হাজার টাকা জরিমানাসহ ৫ জনকে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

উচ্ছেদ অভিযান তুরাগ তীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর