Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুরে যুবককে কুপিয়ে হত্যা


২৪ ফেব্রুয়ারি ২০২০ ০৩:২৯ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২০ ০৩:৩০

ফাইল ছবি

দিনাজপুর: দিনাজপুরে দুবৃর্ত্তদের ধারালো অস্ত্রের এলোপাথারি কোপে কিবরিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, নিহত কিবরিয়া বিরল উপজেলার রানীপুকুর ইউনিয়নের হালজা গ্রামের আব্দুল হান্নান মাষ্টার ছেলে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় বিরল উপজেলার হাড়িপুকুর নামক এলাকায় ঘটনাটি ঘটে।

ডবরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসিম হাবিব ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কিবরিয়া ও তার বন্ধু দুলাল (৩৭) মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে দুবৃর্ত্তরা তাদের পথ গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে। এসময় দুলাল পালিয়ে যায়। আক্রান্তের চিৎকারে এলাকাবাসী ছুটে এলে দুবৃর্ত্তরা পালিয়ে যায়। মোটর সাইকেলটি ঘটনাস্থলে পড়ে ছিল।

স্থানীয়রা গুরুত্বর আহত কিবরিয়াকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সহকারী রেজিস্টার ডাঃ শীতল চন্দ্র পাহান তাকে মৃত ঘোষনা করেন।

নিহত কিররিয়ার মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে নিহতর পরিবার হত্যা মামলার প্রস্তুত্তি নিচ্ছেন।

টপ নিউজ যুবক নিহত হত্যাকাণ্ড

বিজ্ঞাপন

আজও ঢাকামুখী মানুষের ঢল
৬ এপ্রিল ২০২৫ ০৯:৫৬

আরো

সম্পর্কিত খবর