Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাত্রী ছাউনিতে মারা যাওয়া সেই নারী করোনা নেগেটিভ


১৪ মে ২০২০ ০৫:২৯

রাজবাড়ী জেলা সদরের বসন্তপুর বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনিতে মৃত্যু হওয়া অজ্ঞাতপরিচয় (৭০) নারীর নমুনা পরীক্ষার রিপোর্টে করোনাভাইরাসের কোন সংক্রমণ পাওয়া যায়নি। বুধবার (১৩ মে) সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম।

শনিবার (৯ মে) বিকেল ৩ টার দিকে বসন্তপুর বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনিতে মৃত্যু হয় অজ্ঞাতপরিচয় ওই নারীর। করোনাভাইরাসে ওই নারীর মৃত্যু হতে পারে, এমন আতঙ্কে মরদেহের কাছে যাচ্ছিলেন না কেউ। ওইদিন বিষয়টি নিয়ে রাত ৮ টার দিকে সারাবাংলায় একটি সচিত্র সংবাদ প্রকাশিত হয়। পরে সদর থানার পুলিশ গিয়ে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহভাজন রোগী হিসেবে বিশেষ ব্যবস্থাপনায় মরদেহ উদ্ধার করে এলাকাবাসীর সহযোগিতায় দাফন করে। একইসঙ্গে মরদেহ থেকে নমুনা সংগ্রহ করে জেলা স্বাস্থ্য বিভাগ।

বিজ্ঞাপন

সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম বলেন, ‘ওই নারীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আমরা ঢাকায় পাঠিয়েছিলাম। বুধবারসেই রিপোর্ট এসেছে। রিপোর্টে ওই নারীর শরীরে করোনাভাইরাসের কোন সংক্রমণ পাওয়া যায়নি।

করোনাভাইরাস রাজবাড়ি

বিজ্ঞাপন

নতুন বার্সেলোনায় মুগ্ধ মেসি
২৩ নভেম্বর ২০২৪ ১০:৫৫

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর