ঠাকুরগাঁওয়ে করোনা উপসর্গ নিয়ে তরুণের মৃত্যু
৩০ মে ২০২০ ০২:০১
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে এই প্রথম করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আব্দুল জলিল (২৩) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। আধুনিক সদর হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রাকিবুল আলম বলেন, বৃহস্পতিবার (২৮ মে) ভোর রাতে শ্বাস কষ্ট নিয়ে ওই যুবক ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি হন। দুপুর সাড়ে ১২ টায় তিনি মারা যান। গত ৩ দিন ধরে তিনি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন বলে তার পরিবার জানিয়েছে।
ডাঃ রাকিবুল আরও বলেন, মৃত জলিলের বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নে। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন কিনা তা নিশ্চিত হওয়ার জন্য নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার রাতে মৃত জলিলের দাফন কাজ সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ ।
উল্লেখ্য, ঠাকুরগাঁওয়ে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৮৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন। জেলায় এই প্রথম করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হল।