Wednesday 07 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে করোনা আক্রান্ত হয়ে এক পীরের মৃত্যু


২ জুন ২০২০ ২১:২৪

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আব্দুল মতিন মল্লিক (৭০) নামে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ( ২ জুন) সকালে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

মৃত আব্দুল মতিন মল্লিক উপজেলার তামাই গ্রামে পীর হিসেবে পরিচিত।

বেলকুচি স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৯ মে আব্দুল মতিনের নমুনা সংগ্রহ করা হয়। করোনা পজিটিভ হবার বিষয়টি সিভিল সার্জন অফিসের মাধ্যমে গত সোমবার রাতে জানা যায়। পরে রাতেই বেলকুচি উপজেলা প্রশাসন ওই বৃদ্ধের বাড়ি লকডাউন করে।

সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. মো. জাহিদুল ইসলাম জানান, এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ওই বৃদ্ধের মৃত্যুর খবর আমাকে নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, শ্বাসকষ্ট, হাইপার টেনশন ও ডায়াবেটিকসহ অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। ঈদের পরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি করোনায় আক্রান্ত ছিলেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হলো।

করোনা করোনাভাইরাস সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর