চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই
৪ জুন ২০২০ ১৫:০২
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মোটরসাইকেল ও অবৈধ আলমসাধুর মুখোমুখী সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০ টায় উপজেলার কোষাঘাটা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত দুই জনের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহত তানিয়া খাতুন (৩৫) দামুড়হুদা উপজেলার হাতিভাঙ্গা গ্রামের জিনারুল ইসলামের স্ত্রী ও রোমানা খাতুন (২২) আব্দুস সালামের স্ত্রী।
স্থানীয়দের বরাত দিয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক জানান, বুধবার দুপুরে চুয়াডাঙ্গায় এক আত্নীয় বাড়িতে মনিরুজ্জামান (৩২) তার ছোট বোন রুমানা খাতুন ও বড় ভাবী তানিয়া খাতুন বেড়াতে আসেন। রাতে ৩ জন মিলে এক মোটরসাইকেলে চুয়াডাঙ্গা থেকে দামুড়হুদায় গ্রামের বাড়ি ফিরছিলেন। এসময় দামুড়হুদার কোষাঘাটা নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা ধান বোঝাই একটি আলমসাধুর সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে তিন আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে তানিয়া খাতুনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রুমানা খাতুনের মৃত্যু হয়। রুমানা খাতুন ৩ মাসের অন্ত:সত্ত্বা ছিলেন।
তিনি জানান, আহত মনিরুজ্জামানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা রয়েছে। নিহত দুই জনের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা আছে।