Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফয়জুরের সহযোগীদের বিচারের মুখোমুখি করার আহ্বান 


৭ মার্চ ২০১৮ ১৭:১৫ | আপডেট: ৭ মার্চ ২০১৮ ১৭:১৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

সিলেট : ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলাকারী ফয়জুরের সহযোগীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করা আহ্বান জানিয়েছেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহমদ।

বুধবার ক্যাম্পাসে মৌন মিছিল ও গণ সাক্ষর কর্মসূচি চলাকালে ভিসি এ কথা জানান। এ সময় তিনি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং মামলাটির দ্রুত বিচার দাবি করেন।

সকালে শিক্ষক- শিক্ষার্থীরা সকালে ক্যাম্পাসে মৌন মিছিল বের করেন। তারা জানিয়েছেন, তাদের তিন দফা দাবি ইতিমধ্যে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে আগামীকাল ক্যাম্পাসে তারা ফটো এক্সিভিশন কর্মসূচি পালন করবেন।

এদিকে হামলাকারী ফয়জুর এখনো পুলিশের তত্ত্বাবধানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার পিতা-মাতা ও মামাকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সারাবাংলা/টিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর