গোবিন্দগঞ্জ হানাদার মুক্ত দিবস
১২ ডিসেম্বর ২০২০ ১১:৩০
গাইবান্ধা : নয়মাসের রক্তক্ষয়ী যুদ্ধে চূড়ান্ত বিজয়ের পূর্ব মুহূর্তে একাত্তরের এই দিনে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শত্রুমুক্ত হয়। ভোরের সূর্য বিজয়ের বার্তা নিয়ে হাজির ১২ ডিসেম্বর। মুক্তিকামী মানুষেরা দলে দলে সমবেত হন বর্তমান গোবিন্দগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে।
বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের পর গোবিন্দগঞ্জের ছাত্রজনতা ঢাকা-রংপুর মহাসড়কের কাটাখালী ব্রিজের একাংশ ভেঙে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তোলেন। এরপর উপজেলার বিভিন্ন এলাকায় মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর সঙ্গে পাকবাহিনীর যুদ্ধ হয়। যুদ্ধে নিহত হন অনেক সাধারণ মানুষ ও মুক্তিযোদ্ধারা। নির্যাতনের শিকার হন মা-বোনেরা।