‘শেখ হাসিনা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন’
১৪ অক্টোবর ২০২১ ১৫:৩৫
নারায়ণগঞ্জ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর ) দুপুরে রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় প্রশাসনের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম উপজেলা সমন্বয় কমিটির মাসিক সভা ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে বস্ত্র ও পাটমন্ত্রী এসব কথা বলেন।
এ বিষয়ে গোলাম দস্তগীর গাজী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। দেশের মানুষের প্রতি দায়িত্ববোধ ও ভালোবাসা থেকেই প্রধানমন্ত্রী মানুষের কল্যাণে এসব কাজ করে যাচ্ছেন।’
তিনি বলেন, ‘বর্তমান সরকারের আমলে দেশে যে পরিমাণ উন্নয়ন হয়েছে, অতীতে কোনো সরকারের আমলে এতো উন্নয়ন হয়নি। তাই মানব সেবায় শেখ হাসিনা আজ বিশ্বদরবারে প্রশংসিত হচ্ছেন।’
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন হচ্ছে উল্লেখ বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের কোনো মানুষ এখন আর না খেয়ে থাকে না। আওয়ামী লীগ সরকার যে পরিমাণ ভাতা দিচ্ছে, অতীতে কোনো সরকার এতো ভাতা দেয়নি।’
রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা ও রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালাউদ্দিন ভুঁইয়াসহ আরও অনেকে।
সারাবাংলা/এনএস
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক