।। জাবি প্রতিনিধি ।।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাধারণ শিক্ষার্থীরা কোটা সংস্কার সহ ৪ দফা দাবিতে ফের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে।
‘সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, জাবি শাখা’র ডাকে বুধবার (১১ এপ্রিল) সকালে অবরোধে বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছেন। এতে মহাসড়কের দু’দিকে যান চলাচল বন্ধ রয়েছে।
এর আগে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে আন্দোলনকারীরা। ১০টার দিকে মিছিল নিয়ে প্রধান ফটকে অবস্থান নেয় শিক্ষার্থীরা।
আন্দোলনকারীদের অন্যান্য দাবিগুলো হল- সোমবারের অবরোধে জাবি শিক্ষার্থীদের উপর পুলিশী হামলার বিচার, মন্ত্রীদের দেওয়া বক্তব্য প্রত্যাহার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে ছাত্রলীগ নেত্রী কর্তৃক নির্যাতনের বিচার করা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কে এখনো অবরোধ করে রেখেছেন জাবির শিক্ষার্থীরা।
এর আগে সোমবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় কোটা সংস্কারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন জাবির শিক্ষার্থীরা।
সারাবাংলা/টিএম