সিরাজগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ সেপ্টেম্বর ২০২২ ১৯:০৯
১৪ সেপ্টেম্বর ২০২২ ১৯:০৯
সিরাজগঞ্জ : ইয়াবা ও হেরোইন সংরক্ষণের দায়ে আব্দুল মজিদ (৩৪) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে বিচারক ফজলে খোদা মো: নাজির এই রায় প্রদান করেন। আসামিপক্ষের আইনজীবি এ্যাডভোকেট শাহ আলম খান ডেভিড এ তথ্য নিশ্চিত করেছেন।
সাজাপ্রাপ্ত মজিদ তাড়াশ উপজেলার শ্রীপুর গ্রামের আবু বক্কারের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২২ মে সিরাজগঞ্জ শহরের পৌর নিউমার্কেট এলাকা থেকে মজিদকে ৩০ গ্রাম হেরোইন ও ১৫ পিস ইয়াবাসহ আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ মামলায় দীর্ঘ তদন্ত ও সাক্ষ্য প্রমান শেষে জেলা ও দায়রা জজ আদালত আজ বুধবার এ রায় প্রদান করেন।
সারাবাংলা/ইআ