জয়পুরহাটে জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল
১৫ সেপ্টেম্বর ২০২২ ১৮:২৫
জয়পুরহাট: উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে আসন্ন জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে জেলা প্রশাসক ও নির্বাচন কমিশনারের কাছে মনোনয়নপত্র জমা দেন।
নির্বাচন অফিস ও দলীয় সূত্র জানায়, চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত প্রার্থী খাজা শামসুল আলম, স্বতন্ত্র প্রার্থী নুরুল আমিন বকুল, সাবেক আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ মোল্লা, জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম রফিক, জেলা জাসদের সভাপতি আবুল খায়ের মো. সাখাওয়াত মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া পাঁচটি সাধারণ সদস্য পদে ২৮ জন এবং দু’টি সংরক্ষিত নারী সদস্য পদে ৯ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
জেলা নির্বাচন কর্মকর্তা আমিনুর রহমান মিয়া জানান, চলতি বছরের আগামী ১৭ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলায় মোট ভোটার সংখ্যা ৪৯৩ জন, নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক শরিফুল ইসলাম।
সারাবাংলা/ইআ