বেনাপোল: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭৯টি রফতানিকারক প্রতিষ্ঠানকে তিন হাজার ৯৫০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। যার মধ্যে প্রথম দিনে বেনাপোল বন্দর দিয়ে পাঁচটি প্রতিষ্ঠানের সাড়ে ৪৫ মেট্রিক টন ইলিশ ভারতে রফতানি হয়েছে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ইলিশের প্রথম চালান বেনাপোল বন্দর দিয়ে ভারতে প্রবেশ করে।
ভারতে ইলিশ রফতানিকারক প্রতিষ্ঠানগুলো হলো- মাহিমা এন্টারপ্রাইজ, তানিসা এন্টারপ্রাইজ, সেভেন স্টার ফিস প্রসেসিং রিপা এন্টারপ্রাইজ ও প্যাসিফিক সি ফুড।
ভারতের আমদানিকারক প্রতিষ্ঠানের নামগুলো হলো- এস আর ইন্টারন্যাশনাল, নাজ ইমপেক্স প্রাইভেট লিমিটেড, বিমল রায় ও বারখা বিকাস ফিস এজেন্সি।
এদিকে বন্দর থেকে মাছ রফতানি করতে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেন এমি এন্টারপ্রাইজ ও গনি এন্ড সন্স নামে দুটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান।
বেনাপোল কাস্টমসের কার্গ শাখার রাজস্ব কর্মকর্তা আব্দুল আজিজ জানান, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা উপলক্ষে সরকার ৭৯টি রফিতানিকারক প্রতিষ্ঠানকে তিন হাজার ৯৫০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছে। যার মধ্যে প্রথম দিনে ১২টি ট্রাকে সাড়ে ৪৫ মেট্রিক টন ইলিশ ভারতে প্রবেশ করেছে। এবং আগামী ৩০ অক্টোবরের মধ্যে সব ইলিশ ভারতে রফতানির নির্দেশ রয়েছে।
বেনাপোল মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক আসওয়াদুল ইসলাম জানান, দুর্গাপূজা উপলক্ষে এবার প্রতিটি প্রতিষ্ঠানকে ৫০ মেট্রিক টন করে ৭৯টি প্রতিষ্ঠানকে তিন হাজার ৯৫০ মেট্রিক টন ইলিশ ভারতে রফতানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। আগামী ৩০ অক্টোবরের মধ্যে রফতানির নির্দেশনা রয়েছে। এছাড়া সরকার মৎস আহরণ ও পরিবহনের ক্ষেত্রে কোনো ধরণের বিধিনিষেধ আরোপ করলে সেটা কর্যকর হওয়ার সঙ্গে সঙ্গে এ অনুমতির মেয়াদ শেষ হবে।