চরের বুকে মহিষের বাথান | ছবি
১১ মার্চ ২০২৪ ০৮:৩৪
যমুনা ও বাঙালী নদীর তীরে অবস্থিত বগুড়ার সারিয়াকান্দি উপজেলা। এখানেই যমুনার বুকে জেগে ওঠে অসংখ্য চর। আর সেসব চরে মহিষ রাখার জন্য গড়ে উঠেছে অসংখ্য ছোট-বড় বাথান। একেকটি বাথানে রয়েছে ২০ থেকে ১০০টি করে মহিষ।
সারিয়াকান্দির যমুনার চরে গিয়ে মহিষের ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান