Tuesday 20 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাহাড়ে বর্ষবরণের রঙ | ছবি


১০ এপ্রিল ২০২৪ ১৮:২৬ | আপডেট: ১০ এপ্রিল ২০২৪ ২১:০১

বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, চাংক্রান ও বিহু— পাহাড়ে বর্ষবরণের উৎসব বহুমাত্রিক। এরই মধ্যে পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে সে রঙ ছড়াতে শুরু করেছে। ১৪ এপ্রিল চূড়ান্ত উৎসবে মাতবে সবাই। এর আগেই বুধবার (১০ এপ্রিল) রাঙ্গামাটি পৌরসভা চত্বরে বেলুন উড়িয়ে বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, চাংক্রান ও বিহু-২০২৪ উৎসবের উদ্বোধন হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য ও শিক্ষাবিদ নিরূপা দেওয়ান উৎসবের উদ্বোধন করেন। বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, চাংক্রান ও বিহু উদ্‌যাপন কমিটির আহ্বায়ক প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাকমা সার্কেল চিফ রাজা দেবাশীষ রায়।

বিজ্ঞাপন

বেলুন উড়িয়ে উদ্বোধনের পর পাহাড়ি বিভিন্ন নৃগোষ্ঠীর তরুণ-তরুণীদের পরিবেশনায় ছিল বর্ণাঢ্য ডিসপ্লে। আলোচনা সভা শেষে ঐতিহ্যবাহী পোশাক পরিহিত পাহাড়ি সব বয়সী মানুষ র‌্যালিতে অংশ নেন। পাহাড়ের সর্বজনীন এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের ছবি থাকছে গ্যালারিতে—

চাংক্রান টপ নিউজ পাহাড়ে বর্ষবরণ বিজু বিষু বিহু বৈসু সাংগ্রাই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর