টাঙ্গাইলে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
২২ জানুয়ারি ২০২৫ ১৭:৪৩
টাঙ্গাইল: ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শ্লোগানে টাঙ্গাইলে জাতীয় গোল্ডকাপ বালক ও বালিকা (অনুর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্টে শুরু হয়েছে।
বুধবার সকাল ১১টায় টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে ফুটবল ফেস্টিভ্যাল ২০২৫ উদ্বোধন উদ্ধোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক শরীফা হক। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ টুর্নামেন্ট চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। টুর্নামেন্টে ২৬টি দল অংশগ্রহণ করেছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার, জেলা ক্রীড়া অফিসার মো. আফাজ উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলী ইমাম তপন ও জেলা যুবদলের সদস্য সচিব তৈহিদুল ইসলাম বাবু প্রমুখ।
সারাবাংলা/এসআর