Thursday 29 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝালকাঠি শহরে বোমা ফাটিয়ে ডাকাতির চেষ্টা, পুলিশসহ আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৫ ২২:০৮ | আপডেট: ১০ মার্চ ২০২৫ ০৩:২৩

বরিশাল: ঝালকাঠি শহরের ডাক্তারপট্টিতে স্বর্ণের দোকানে ডাকাতির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। রোববার (৯মার্চ) সন্ধ্যায় ইফতার চলাকালে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ডাকাতির চেষ্টা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় একটি নীল রংয়ের পিকআপ ভ্যান ডাক্তার পট্টিতে এসে থামে। ১০ মিনিট যেতে না যেতে বাজারে ঢোকার রাস্তায় একটি জুয়েলারি দোকানের সাঁটারের তালা কাটার চেষ্টা করেন কয়েকজন। বিষয়টি টের পেয়ে এলাকার লোকজন ডাকাত সন্দেহ করে তাদের ঘিরে ধরেন। ডাকাতদল অবস্থা বেগতিক দেখে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে একটি মিনি পিকআপে করে শহরের সাধনা মোড়- ফায়ার সার্ভিস হয়ে ঝালকাঠি-বরিশাল মহাসড়কে উঠে ষাটপাকিয়া হয়ে বরিশালের দিকে চলে যায়।

বিজ্ঞাপন

এসময় ফায়ার সার্ভিস মোড়, জেলা পুলিশ লাইনের সামনে, ষাটপাকিয়া স্ট্যান্ডসহ বিভিন্ন মোড়ে পুলিশ ও স্থানীয়রা বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতেরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে দুজন পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন।

বোমা বিস্ফোরণে ঝালকাঠি শহর কেঁপে উঠে। ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বোমা বিস্ফোরণের পর ঝালকাঠি শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, মাগরিবের নামাজের সময় শহরের ডাক্তারপট্টি এলাকায় ডাকাতির চেষ্টার ঘটনা ঘটে। কিন্তু স্থানীয় জনগণ ও পুলিশ সদস্যরা তাদের প্রতিহত করেছেন। তবে ককটেল বিস্ফোরণ করতে করতে পালিয়ে যায় ডাকাতেরা। শহরে বাড়তি পুলিশ মোতায়েন আছে। সেনাসদস্যরা টহলে রয়েছেন। বিভিন্ন স্থানের সিসি ফুটেজ যাচাই করে ডাকাতদের শনাক্ত করা হবে।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো