Wednesday 28 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেভিল হান্ট ফেইজ-২, রাজধানীতে গ্রেফতার ৫২

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৬ ১৭:৪৪ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ১৮:২৮

ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৫২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ডিএমপির ১৯টি থানা অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান চালিয়ে এই ৫২ জনকে গ্রেফতার করে। এরমধ্যে কোতোয়ালী থানা একজন, ডেমরা থানা একজন, মোহাম্মদপুর থানা ছয়জন, তেজগাঁও থানা একজন, হাজারীবাগ থানা ১২ জন, বাড্ডা থানা দুইজন, পল্টন থানা দুইজন, আদাবর থানা একজন, বংশাল থানা একজন, চকবাজার থানা একজন, কলাবাগান থানা দুইজন, যাত্রাবাড়ী আটজন, রামপুরা থানা তিনজন, গেন্ডারিয়া থানা একজন, দারুস-সালাম থানা দুইজন, শিল্পাঞ্চল থানা একজন, শাহবাগ থানা পাঁচজন, ওয়ারী থানা একজন ও উত্তরা পশ্চিম থানা একজনকে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

সারাবাংলা/এমএইচ/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর