ঢাকা: রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের কাঁচাবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, আগুন লাগার খবর পেয়ে তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট যোগ দেয়। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে, সন্ধ্যা সাড়ে ৫টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তালহা বিন জসিম সারাবাংলাকে নিশ্চিত করেছেন।