Thursday 29 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবি বাংলা বিভাগ অ্যালামনাই ঢাকার শপথ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

সারাবাংলা ডেস্ক
২৯ জানুয়ারি ২০২৬ ২১:৫৫ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ২২:০৫

রাবি বাংলা বিভাগ অ্যালামনাই ঢাকার শপথ ও পিঠা উৎসব অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলা বিভাগ অ্যালামনাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিভাগীয় কমিটির কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে নবান্নের পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ধানমন্ডির রাপা প্লাজার ‘বাহারি আহার’-এ আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এসব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এদিন বিকেলে কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এর পর নতুন কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শপথ পাঠ করান বাংলা বিভাগ অ্যালামনাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আপেল আবদুল্লাহ।

নবান্নের পিঠা উৎসবে চিতই, পাকান, ভাপা, পাটিসাপটা, দুধ পুলি ও ঝাল পুলি ছিল উল্লেখযোগ্য। পিঠাপুলির আয়োজনকে আরও সৌন্দর্যমণ্ডিত করতে গ্রামীণ ঐতিহ্য ও আবহ আলাদা দ্যোতনা সৃষ্টি করে।

বিজ্ঞাপন

এর পর সাংস্কৃতিক অনুষ্ঠানে কার্যনির্বাহী পরিষদের সদস্যদের ব্যতিক্রমধর্মী জামাই বরণ ও আবহমান বাংলার হারিয়ে যাওয়া গান সবার মধ্যে এক অদ্ভুত ভালোলাগার সৃষ্টি করে। এ ছাড়াও ধাঁধা, নৃত্যাভিনয় অনুষ্ঠানকে ভিন্ন মাত্রা এনে দেয়।

চমৎকার এ আয়োজনের জন্য বাংলা বিভাগ অ্যালামনাইয়ের সাবেক সভাপতি জামিল রায়হান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব আলম ঢাকা বিভাগীয় কমিটিকে ও উপস্থিত অ্যালামনাসদের ধন্যবাদ জানান। বর্ণিল এই আয়োজনে অর্ধ শতাধিক অ্যালামনাস অংশ নেন।

শেষে ধাঁধা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করে ঢাকা বিভাগের সভাপতি অ্যাডভোকেট এলিনা খান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুন নাহার খান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর