ঢাকা: বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরগুলোর তালিকায় আবারও শীর্ষ সারিতে উঠে এসেছে ঢাকা।
আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার (IQAir)-এর তাৎক্ষণিক সূচক অনুযায়ী, শুক্রবার (৩০জানুয়ারি) সকালে ঢাকার বায়ু মান সূচক (AQI) রেকর্ড করা হয়েছে ১৯১, যা ‘অস্বাস্থ্যকর’ (Unhealthy) শ্রেণিভুক্ত।
আইকিউএয়ারের প্রকাশিত তালিকায় দেখা যায়, পাকিস্তানের লাহোর শহর ১৯৫ AQI নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে। ঢাকার সমান ১৯১ AQI নিয়ে ভারতের রাজধানী দিল্লিও একই অবস্থানে রয়েছে। তালিকার পরের দিকে রয়েছে মঙ্গোলিয়ার উলানবাটার (AQI ১৮৪) এবং উজবেকিস্তানের তাশখন্দ (AQI ১৮৪)।
বিশেষজ্ঞদের মতে, এই মাত্রার বায়ুদূষণ শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্ট, হৃদরোগসহ দীর্ঘমেয়াদি রোগে আক্রান্তদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। এমনকি সুস্থ ব্যক্তিরাও দীর্ঘ সময় এ ধরনের বাতাসে থাকলে শ্বাসজনিত সমস্যা অনুভব করতে পারেন।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ১৫১ থেকে ২০০ AQI মাত্রার বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়। এ অবস্থায় সাধারণ মানুষকে অপ্রয়োজনে বাইরে বের না হওয়া, মাস্ক ব্যবহার এবং সংবেদনশীল ব্যক্তিদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়।
পরিবেশবিদরা বলছেন, শীত মৌসুমে যানবাহনের ধোঁয়া, শিল্পকারখানার নির্গমন, নির্মাণকাজের ধুলাবালি এবং বায়ুপ্রবাহ কম থাকার কারণে ঢাকাসহ এ অঞ্চলের বড় শহরগুলোতে বায়ুদূষণের মাত্রা বেড়ে যায়। দীর্ঘমেয়াদে পরিস্থিতি মোকাবিলায় কার্যকর পরিবেশ নীতি বাস্তবায়নের ওপর জোর দিচ্ছেন তারা।