Thursday 28 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আড্ডাস্থলে’ হঠাৎ আক্রমণ, কুপিয়ে হত্যা সন্ত্রাসীকে

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২৫ ১৬:৪৫ | আপডেট: ২৮ আগস্ট ২০২৫ ১৭:৫৫

মোহাম্মদ রুবেল (৩০)

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় পুলিশের তালিকাভুক্ত এক সন্ত্রাসীকে নৃশংসভাবে এলোপাতাড়ি কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। প্রতিপক্ষের সঙ্গে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা পুলিশের।

বুধবার (২৭ আগস্ট) গভীর রাতে উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পদুয়া ইউনিয়নের রাজারহাটের খুরুশকুল ইকোপার্কের কাছে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ রুবেল (৩০) ওই গ্রামের বাসিন্দা। ঘটনার সময় রুবেলের সঙ্গে থাকা মো. মোরশেদ (২৮) নামে এক যুবক আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম সারাবাংলাকে জানান, নিজ বাড়ির অদূরে হৃদয় নামে এক দূরসম্পর্কের ভাগ্নের ঘরে বসে আড্ডা দিচ্ছিলেন তিনজন— রুবেল, মোরশেদ ও আজিম। তারা প্রায় রাতেই সেখানে বসে আড্ডা দিতেন। মোরশেদ ও আজিম রুবেলকে চাচা বলে সম্বোধন করতেন।

বিজ্ঞাপন

“রাত আড়াইটা থেকে তিনটার মধ্যে হঠাৎ ওই ঘর লক্ষ্য করে বাইরে থেকে গুলি ছোঁড়া হয়। গুলির শব্দ পেয়ে আজিম দৌড়ে পালিয়ে যায়। মোরশেদ পালাতে গিয়ে তার ডান হাতে ধারালো অস্ত্রের আঘাত পান। এরপর গুলিবর্ষণকারী সন্ত্রাসীরা ঘরের ভেতরে ঢুকে রুবেলকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। তার ঘাড়ে, মাথায়, শরীরের বিভিন্ন স্থানে এবং গোপনাঙ্গে নৃশংসভাবে কোপানো হয়। বাম হাতের কবজিও প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুবেলের লাশ উদ্ধার করে এবং আহত মোরশেদকে হাসপাতালে পাঠায়। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে জানতে চাইলে ওসি বলেন, ‘রুবেল একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন ঘটনায় মোট ১১টি মামলা আছে। এলাকার মানুষ তার অত্যাচারে অতিষ্ঠ ছিল। আমাদের ধারণা, প্রতিপক্ষ সন্ত্রাসীদের আক্রমণেই তার মৃত্যু হয়েছে। আমরা তদন্ত করে দেখছি।’

এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি সাব্বির মোহাম্মদ সেলিম।

সারাবাংলা/আরডি/এমপি

কুপিয়ে হত্যা সন্ত্রাসী হত্যাকাণ্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর