Monday 01 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংঘর্ষের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সব পরীক্ষা স্থগিত

চবি করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৫ ১০:৩৫ | আপডেট: ৩১ আগস্ট ২০২৫ ১৪:১১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো: রক্তক্ষয়ী সংঘর্ষের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজকের (রোববার) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার (৩১ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কামাল উদ্দিন।

অধ্যাপক কামাল সারাবাংলাকে বলেন, “রাতে হামলার ঘটনায় অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের পরীক্ষা ছিল। এ অবস্থায় আজ বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।”

প্রসঙ্গত, শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। হামলার সময় পুলিশ, প্রক্টর ও নিরাপত্তা বাহিনীর গাড়ি ভাঙচুর করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি শেষে ক্যাম্পাসে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআর/এমপি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) পরীক্ষা সংঘর্ষ স্থগিত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর