Monday 01 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৫ ১৩:২৮ | আপডেট: ৩১ আগস্ট ২০২৫ ১৫:৩৬

মো. পিন্টু (২৭)।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ছুরিকাঘাতের ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। ঘটনা ঘটেছে শনিবার (৩০ আগস্ট) রাত ১১টার দিকে বায়েজিদ বোস্তামি থানার হিলভিউ আবাসিক এলাকায়।

নিহত যুবকের নাম মো. পিন্টু (২৭)। তিনি নবীনগর কলোনীর বাসিন্দা এবং পেশায় থাই অ্যালুমিনিয়ামের মিস্ত্রি ছিলেন।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, পিন্টু ছুরিকাঘাতের পরে গুরুতর আহত হন। আত্মীয়-স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

পুলিশ লাশ হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

বিজ্ঞাপন

ওসি আরও জানিয়েছেন, প্রাথমিকভাবে জানা গেছে, পিন্টু ও তার বন্ধু দেলু-এর মধ্যে বিরোধ ছিল। এর জেরে হিলভিউ মসজিদ এলাকায় দেলু ও তার বন্ধু মিলে পিন্টুকে ছুরিকাঘাত করে। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত করছে।

হত্যাকাণ্ডের বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি।

সারাবাংলা/আরডি/এমপি

ছুরিকাঘাত নিহত যুবক

বিজ্ঞাপন

কুয়েট দিবস আজ
১ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪৮

আরো

সম্পর্কিত খবর